ওসমানীনগর প্রতিনিধি ::
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” এই পতিপাদ্য নিয়ে সিলেটের ওসমানীনগরে উৎসব মূখর পরিবেশে গ্রাম বাংলার বিলুপ্ত হওয়া পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে । গতকাল বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফিতা কেটে তারুণ্যের পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়,কৃষি কর্মকর্তা উম্মে তামিমা,তথ্য কর্মকর্তা শাহরিন সুলতানা,প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষক -শিক্ষীকা,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে,মেলায় জামাই বরণ পিঠা, জিরা পিঠা থেকে শুরু করে পাটিসাপটা ও তালের পিঠাসহ প্রায় অর্ধ শতাধিক স্টলে শতাধিক প্রকার পিঠার সমাহার নিয়ে বসেন উদোক্তারা । দেখতে দুর-দুরান্ত থেকে ছুটে আসে পিঠা প্রেমিরা। বিলুপ্ত হওয়া পিঠার স্বাদ নিতে পিঠা উৎসবে সকাল থেকে ভীড় জমাতে থাকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।