বরগুনা প্রতিনিধি:
“আমাদের জন্য আমরা” এর অর্থায়নে বরগুনা ২৫০শয্যা হাসপাতালে ব্রেস্ট ফিডিং কর্নার নির্মাণ করে দেওয়া হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ব্রেস্ট ফিডিং কর্নারটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
কর্ণারটির নির্মাণে পরিকল্পনা গ্রহণ করে টিআইবির সনাকের জেলা সদর হাসপাতাল এসিজি গ্রুপ।
বাস্তবায়ন ও অর্থায়ন করেছে সেবামূলক সংগঠন আমাদের জন্য আমরা।
এ সময় উপস্থিত ছিলেন সাইকিয়াট্রিস্ট ডাঃ খায়রুল আলম, ড. শিরীন সিদ্দিকী, বরগুনা ২৫০শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম নজমূল আহসান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাজকিয়া সিদ্দিকাহ, ডাঃ এম আর আলম কল্প, বরগুনা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন কামাল, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোঃ নাজমুল হোসেন খান, এসিজি গ্রুপের সাবেক সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌসি, “আমাদের জন্য আমরা” এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, পরিবেশকর্মী আল আমিন প্রমূখ।
ব্রেস্ট ফিডিং কর্নারটি প্রতিদিন চিকিৎসা নিতে আসা মা ও শিশুর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Array