সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় কৃষক মাসুদের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। চাঁদা না দেয়ায় ঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ করেছেন কৃষক মাসুদ। ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের পিপুলশন গ্রামে।
এদিকে দলিলী সম্পত্তির উপর তিন মাস আগে থেকে ঘর নির্মাণ করা অবস্থায় দাবিকৃত চাঁদা না দেয়ায় ঘর ভেঙ্গে দেয়া হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী মাসুদ। এতে তার প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এব্যাপারে সুবিচার চেয়ে সিংড়া থানায় অভিযোগ দায়ের করেছেন কৃষক মাসুূদ।
জানা যায়, গত তিনমাস আগে কৃষক মাসুদ তার মামা আমদ আলীর কাছ থেকে পাওয়া ৫ কাঠা জায়গার উপর ঘর নির্মান শুরু করে। পিলার বিশিষ্ট ৪ রুমের ঘর নির্মান শুরু করলে প্রতিপক্ষ আ: কাদের সহ তার লোকজন চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় সম্প্রতি নূর মাষ্টার, বুলবুল মাষ্টার, লালুসহ আরো লোকজন মিলে পিলার সহ ঘর ভেঙ্গে দেয়।
আ: কাদের দাবি করেন মানুষের চলাচলের রাস্তা দখল করে ঘর নির্মানের চেষ্টা করায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ভেঙ্গে দিয়েছে। এখানে তার বিরুদ্ধে অভিযোগ সত্যি নয়।
কৃষক মাসুদ বলেন, চলাচলের রাস্তাটি অন্য। এখানে তার মামার দলিলি সম্পত্তি। পিপুলশন আশ্রয়কেন্দ্রে থাকার ঘর না পাওয়ায় তার মামার কাছ থেকে জমি নিয়ে ঘর নির্মানের কাজ শুরু করেন। তিনমাস পর ঘর ভেঙ্গে দেয়ার কারন তারা চাঁদা দাবি করছিলো।
এ বিষয়ে সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Array