ওসমানীনগর প্রতিনিধি::
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের ওসমানীনগরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্তের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও উপকারভোগী সৈয়দ নূরুল ইসলাম শাহজাহান, বুরুঙ্গা শেখ হাফিজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, তাজপুর হয়রত শাহজালাল(র:) এতিমখানচর প্রচার সম্পাদক আব্দুল আলিম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ত্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, সদস্য এমদাদুর রহমান খান, খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহরম আলী, ওসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সমাজসেবা অফিসের ইউসকা এসএম মশিউর আলম মুসা, মোঃ সোহেল রানা,মোছাম্মত সান্না বেগম, মোঃ শাহীন মিয়া, ইউপি সদস্য আব্দুল মুকিত।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের নেতৃত্বে আমন্ত্রিতদের নিয়ে ওয়াকাথন বের করা হয়।
Array