পটুয়াখালী প্রতিনিধি :
“স্বপ্ন দেখি,স্বপ্ন দেখাই “এই স্লোগানকে সামনে রেখে লাল সবুজ সোসাইটি পটুয়াখালী টিম এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে পটুয়াখালী সদর উপজেলার চালতাবুনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেলায় শিশুর অধিকার এবং সুরক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠানে নাচ, গান, এবং নাটকের মাধ্যমে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু অধিকার বিষয়ে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এ সময় শিশুদের পরিবেশিত নৃত্য এবং শিল্পকলা একাডেমির সদস্যদের গান ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। পাশাপাশি শিশু সুরক্ষা সংক্রান্ত আইনি পরামর্শ, হটলাইন নম্বর এবং প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। মেলার অন্যতম আকর্ষণ ছিল কুইজ ও গেমস প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
প্রোগ্রাম অফিসার মো: ইস্রাফিল জানান, চালিতাবুনিয়ায় শিশু সুরক্ষা মেলা আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই মেলার মাধ্যমে মাদারবুনিয়া ইউনিয়নের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে আমরা সফল হয়েছি। শিশু সুরক্ষার গুরুত্ব আরও গভীরভাবে তুলে ধরতে পেরেছি। ভবিষ্যতে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় আমরা আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারবো বলে বিশ্বাস করি।
লাল সবুজ সোসাইটির ভলান্টিয়ার এস.এম.সোহান জানান,লাল সবুজ সোসাইটি বরাবরই ভিন্ন ধর্মীয় আয়োজন করে থাকে তারি ধারাবাহিকতায় আজকের এই মেলা। আমরা শুধু মেলা করেই মানুষকে সচেতন করে থাকি বিষয়টি এমন নয়,আমরা পথ নাটক সহ স্কুল কলেজে নানা আয়োজন করে থাকি। যার উদ্দেশ্য মানুষকে সচেতন করা ।
স্থানীয় নাইম নামে এক কলেজ শিক্ষার্থী বলেন,আমি মনে করি এই আয়োজন শিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।
Array