বরগুনা প্রতিনিধি
ফ্যাসিবাদ আওয়ামীলীগের ধ্বংসস্তুপ থেকে জেগে উঠবে বিএনপি, তালতলী উপজেলা বিএনপির জনসভা এ কথা বলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার।
বরগুনা জেলার তলতলী উপজেলা বিএনপির আয়োজনে জনসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ নভেম্বার) শুক্রবার বিকাল ৪ টার সময় তালতলী বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল হক এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার।
সভার প্রধান পৃষ্ঠপোষক বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বরগুনা জেলা ও দায়রা জজ কোর্টের জিপি এ্যাডভোকেট আবদুল মজিদ তালুকদার। প্রধান বক্তা ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সদস্য ওমর আবদুল্লাহ শাহীন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রেজবুল কবির, সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন হাসান শাহীন।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বরগুনা জেলা ওলামাদলের সভাপতি মাওলানা মো.শাহজালাল রুমি।
বরগুনা জেলা বিএনপির সাবেক সদস্য ওমর আবদুল্লাহ শাহীন বলেন, ফ্যাসিবাদ আওয়ামীলীগের সরকারের
তারেক রহমার ৩১ কর্মসূচি দিয়েছেন,মাফিয়া, পতিত ফ্যাসিবাদ সরকার সরানোর জন্য বিএনপি আন্দোলন করেছে এবং ঐক্য শক্তি,ঐক্যই মুক্তি সকল বিএনপিকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন জনাব তারেক রহমান।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রেজবুল কবির বলেন, তালতলী বিএনপির ঘাঁটি, তালতলী জনাব তারেক রহমানের ঘাঁটি। তালতলী উপজেলার সকল কোন্দল দূর করে সবাই ঐক্যজোট হয়ে দেশের জন্য কাজ করতে হবে। এবার জাতীয় নিবার্চনে জনগন ভোটের অধিকার ফিরে পাবে। তাই তালতলীতে বিএনপি বিপুল ভোটে বিএনপির প্রার্থী বাছাই করে নিবে।
বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার বলেন, হাসিনা পালালেও তার দোসরা এখন বাংলাদেশে আছে তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হয়ে, এক হয়ে কাজ করে বিএনপিকে শক্তিশালী করবো। দেশের ক্লান্তি লগ্নে অর্ন্তবর্তী সরকার ফ্যাসিবাদ আওয়ামীলীগের শাসন আমলের সকল অসংগতি দূর করার চেষ্টা করতে। দেশে যতটুকু সংস্কার দরকার ততটুকু করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগকে চিরচরে ধ্বংস করে দিয়ে সেই ধ্বংসস্তুপ থেকে জেগে উঠবে বিএনপি।
Array