বরগুনা প্রতিনিধি:
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির পর বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চট্টগ্রাম ইউনিটের সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরগুনা ইউনিট বিক্ষোভ সমাবেশ করেন।
আজ (২৭ নভেম্বার) বুধবার দুপুর ১ টার সময় বরগুনা জর্জ কোট চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসক চত্বর ঘুরে জজকোর্টের মূল ফটকে শেষ করে।
এ সময় উপস্থিত ছিলেন, বরগুনায় জিপি (গভমেন্ট প্লিডার) অ্যাডভোকেট আলহাজ্ব আব্দুল মজিদ তালুকদার,পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আলহাজ্ব মো. নুরুল আমিন,নারী ও শিশু বিশেষ ট্রাইবুনালের পিপি ও জাতীয়বাদী মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজু আরা শিপু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল করিব,অ্যাডভোকেট আহসান হাবীব স্বপন, অ্যাডভোকেট ইশতিয়াক জলিল সোহাগ প্রমুখ
বরগুনা জেলা জাতীয়বাদী যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবীব স্বপন বলেন, আমাদের সহযোদ্ধা ভাইয়ের হত্যার তীব্র নিন্দা জানায়,হত্যার সুষ্ট বিচার চাই। ইসকনের জঙ্গিবাদী কার্যকলাপ বাংলাদেশের চলবে না।
নারী ও শিশু ট্রাইবুনাল আদালতের বিশেষ পিপি ও মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রন্জু আরা শিপু বলেন, ৫ আগস্টের পর আওয়ামীলীগ বিভিন্ন সময় বিভিন্ন রূপে ফিরে এসেছে দেশ কে অস্থিতিশীল করার জন্য। ইসকনের আস্তানা বাংলাদেশী হবে না। হত্যার সাথে যারা জরিত রয়েছেন তাদের কঠোর বিচার করতে হবে।
বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল করিব বলেন, ইসকন একটি জঙ্গীবাদী সংগঠন,চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশেকে অস্থিতিশীল করার জন্য আওয়ামিলীগের সহযোগিতায় এসব কর্মকান্ড চালাচ্ছেন। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের কঠোর শাস্তি দিতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালাবো।
বরগুনা জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নুরুল আমীন বলেন, বর্তমান সরকারে ব্যর্থ করার জন্য চিন্ময় কৃষ্ণ দাস কাজ করছে। হাসিনা পালালেও তার দোসরা এখন বাংলাদেশে আছে তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা বাধানোর চেষ্টা করছেন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে।
Array