অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
09th Nov 2024 2:58 pm | অনলাইন সংস্করণ
ক্ষমতা চর্চার জন্য নয়, দেশটাকে মানুষের হাতে তুলে দিতে এসেছি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (৯ নভেম্বর) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ফাওজুল কবির খান বলেন, কোনো পেশিশক্তি কিংবা ব্যবসায়ী সিন্ডিকেটের ওপর ভর করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি।
জ্বালানি উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ছাত্রদের অনুরোধে দায়িত্ব পালন করতে এসেছে। এক হাজারের বেশি তাজা প্রাণ আর ৩০ হাজার আহত মানুষের ত্যাগের বিনিময়ে দায়িত্ব নিয়েছি।
এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বলেন, ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে।