অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
09th Nov 2024 5:28 pm | অনলাইন সংস্করণ
গত দুদিন রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬ লাখ ২৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ১৬৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ ছাড়াও দুদিনে ১৮৪টি গাড়ি ডাম্পিং ও ৯৪টি গাড়ি রেকার করা হয়েছে বলে শনিবার (৯ নভেম্বর) ট্রাফিক পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতি ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে।
একই সঙ্গে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা। পর
Array