দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের বিশ্বকাপ খ্যাত নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার গৌরবে আবারও ভাসছে বাংলাদেশের নারী ফুটবল দল। নেপালের রাজধানী কাঠমান্ডুতে স্বাগতিকদের পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে সক্ষম হয় সাবিনা-ঋতুপর্ণারা। বাংলাদেশের নারীদের এই অসাধারণ অর্জনের জন্য দলকে সংবর্ধনা দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পূর্বঘোষণা অনুযায়ী, শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে সংবর্ধনা নিতে সাফজয়ী দল উপস্থিত হয়েছে।
গত বুধবার (৩০ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ নারী দল। শিরোপা অর্জনের পরপরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয় যে, ড. ইউনূসের পক্ষ থেকে নারী দলকে সংবর্ধনা প্রদান করা হবে।
নির্ধারিত সময় অনুযায়ী, আজ প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়েছেন সাবিনা-ঋতুপর্ণারা। এই সংবর্ধনা অনুষ্ঠানটি নারী ফুটবল দলের জন্য উৎসাহব্যঞ্জক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
এদিকে দলের এই অর্জনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল তাদের অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে, নারী ফুটবলারদের জন্য অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ তাদের এক কোটি টাকা অর্থ পুরস্কারও দিয়েছে।
দেশে ফিরে সাফজয়ী দলকে বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়, যেখানে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।
Array