জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তত্বাবধানে দ্বিতীয় গেইটের পাশে বহুদিনের জমানো আবর্জনার স্তুপ অপসারণ করে গাছ লাগানো হয়।
৩০ অক্টোবর ২০২৪, দুপুর ২ টায় জবি ছাত্রদলের নেতা কাজী জিয়া উদ্দিন বাসেত এর নেতৃত্বে বর্জ্য অপসারণ কাজ শুরু করা হয় এবং পরবর্তীতে বৃক্ষরোপন করা হয়।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যানারে বিভিন্ন সচেতনতা মূলক ফ্যাস্টুন লাগানো হয়।
কর্মসূচির নেতৃত্বদানকারী কাজী জিয়া উদ্দিন বাসেত বলেন, ” জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে ময়লার স্তুপ অপসারণের জন্য বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আবদেন করা হলেও তা সম্ভবপর হয় নি। আমরা প্রশাসনের পদক্ষেপের অপেক্ষা করে বেশ কিছুদিন অপেক্ষা করি এবং তারপর নিজেরাই উদ্যোগ নিই। পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের সুস্থ মানসিকতা গড়তে ও পড়াশোনার পরিবেশ গড়তে সাহায্য করবে।”
এসময় উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতা নাহিয়ান বিন অনিক বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে আমাদের প্রথম প্রাধান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখতে এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে বৃক্ষরোপন করি আমরা। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটের পাশে আর ময়লার স্তুপ জমবে না এটা আমাদের প্রত্যাশা।”
Array