মাদ্রাসা শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক অতিরিক্ত সচিব ড. শাহনেওয়াজ দিলরুবা খান।
গত মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে এই কর্মকর্তাকে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদায়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় রূপালী বাংলাদেশকে তিনি বলেন, সব জায়গায়ই চ্যালেঞ্জ আছে, থাকবে। সবার সহযোগিতা পেলে উত্তীর্ণ হতে পারব। আগামী ২০ অক্টোবর রোববার নতুন কর্মস্থলে যোগ দিবেন বলে তিনি জানান।
ড. দিলরুবা খান এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন খাতে তার রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রের দাবি ড. দিলরুবা খানের নেতৃত্বে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নতুন কিছু পরিবর্তন আসবে। তার পূর্ব অভিজ্ঞতা এবং কাজের ধারা মাদ্রাসা শিক্ষার উন্নয়নকে ত্বরান্বিত করবে। বিশেষ করে কারিগরি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ড. দিলরুবা খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘ইনফ্লুয়েন্স অব মানি এণ্ড পাওয়ার : এ কেস স্টাডি অন রেপ ভিক্টিমস’ শিরোনামে পিএইচডি সম্পন্ন করেন। তিনি উত্তরা অফিসার্স ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক। তিনি নরসিংদী জেলার শিবপুরের সন্তান।
Array