অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
13th Oct 2024 12:54 pm | অনলাইন সংস্করণ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট।
রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এই আগুনের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, ঘটনার পর থেকে মেডিসিন ভবনের সামনে ভিড় করেন উৎসুক জনতা ও রোগীর স্বজনরা। অনেক স্বজন রোগীদের উদ্ধারে আহাজারি করছেন।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মেডিসিন ইউনিটের একটি গোডাউনে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে।
Array