অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
05th Oct 2024 2:01 pm | অনলাইন সংস্করণ
সামনে শারদীয় দুর্গাপূজা। এর আগে পূজার সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নিতে ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে যাবেন তিনি। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির জয়ন্ত্র কুমার দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সেনাবাহিনী প্রধান।
প্রসঙ্গত, আগামী ৯ অক্টোবর থেকে এবার দুর্গাপূজা শুরু হবে। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা সম্পন্ন হবে।
Array