ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ দল। এ ম্যাচের একাদশে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শুরু হবে ফিফা টায়ার ওয়ান মর্যাদার এ ম্যাচ।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, ভুটানের বিপক্ষে একাদশে অধিনায়ক জামাল ভূঁইয়াকে রাখেননি বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ৪-৩-৩ ফরমেশনের দলের অধিনায়ক করা হয়েছে সোহেল রানাকে। গোল পোস্ট সামলাবেন মিতুল মারমা। রক্ষণে ইসা ফয়সাল, সাদ উদ্দিন, তপু বর্মণ ও শাকিল হোসেন। মাঝমাঠে অধিনায়ক সোহেল রানার সঙ্গী মোহাম্মদ হৃদয় ও সোহেল রানা জুনিয়র।
আক্রমণভাগে নেই রাকিব হাসান। এর পরিবর্তে প্রথম ম্যাচের গোলদাতা শেখ মোরসালিনের সঙ্গে আক্রমণের দায়িত্বে থাকবেন ফয়সাল আহমেদ ফাহিম ও শাহরিয়ার ইমন।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে এগিয়ে আছে ভুটান (১৮২)। সিরিজের দুই ম্যাচে জয় তুলে নিতে পারলে পরবর্তী র্যাঙ্কিংয়ে উন্নতি করবে লাল-সবুজরা, যা আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের ড্র-তে বাংলাদেশকে সুবিধাজনক জায়গায় রাখতে পারে।
Array