• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ওসামানীনগরে প্রভাবশালীদের দখল মুক্ত হলো সাদিখাল 

     অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক 
    08th Sep 2024 7:30 pm  |  অনলাইন সংস্করণ

    ওসমানীনগর প্রতিনিধি: প্রায় এক বছর ধরে সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের সাদিখাল সবার জন্য উন্মুক্ত থাকলেও স্থানীয় প্রভাবশালীদের জন্য এলাকার মৎস্যজীবীসহ সাধারণ মানুষ মাছ ধরতে পারেননি বলে জানা যায়। তবে চলতি মাসে সিলেট জেলা প্রশাসকের দপ্তর থেকে জানা যায় খালটি বর্তমানে কাউকে টোকেন মানির মাধ্যমে লিজ প্রদান করা হয়নি। কিন্তু এলাকার কতিপয় মৎস্যজীবী একাধিক বেলজাল দিয়ে পোনামাছ ধরায় রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কয়েকজন এলাকাবাসী । লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাদিখাল নদীতে বেল জাল দিয়ে মা ও পোনা মাছ ধরছেন স্থানীয় মিন্টু দাশ, কাজল বিশ্বাস ও অরুণ বিশ্বাসসহ কয়েকজন মৎস্যজীবী। অভিযোগে উল্লেখ করা হয় আরেক মৎস্যজীবী রিংকু নমসুত্র স্থানীয় প্রভাবশালী বেদার আহমদের কাছ থেকে ২৫,০০০ (পঁচিশ) হাজার টাকা দিয়ে জাল দিয়ে মাছ ধরছেন। চলতি বছর থেকে সাদিখাল উম্মুক্ত থাকলেও কতিপয় কিছু মৎস্যজীবীরা অবৈধ বেলজাল দিয়ে পোনা ও মা মাছ ধরে বিক্রি করছে। এতে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির হওয়ার সম্ভাবনা রয়েছে। গত শনিবার সরজমিন সাদিখাল ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাদিখালটিতে বর্তমানে সাদিপুর মৎস্য সমবায় সমিতির ৭২ সদস্যের কমিটির ১৪টি বেলজাল দিয়ে মাছ ধরা অব্যাহত রয়েছে। এই ১৪টি জাল দিয়ে ধরা মাছ বিক্রির টাকা সমিতির সকল সদস্যগন সমানভাবে বন্টন করে তাদের জীবিকা নির্বাহ করছেন। অভিযোগকারী ইব্রাহিমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হিরন আলী বলেন, ১৯৮৭ সাল থেকে সাদিখাল উম্মুক্ত থাকলেও দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী চক্র ক্ষমতার প্রভাব বিস্তার করে সাদিখাল দখল করে রেখেছিল। সাধারণ মানুষ সেসময় বরশি ও জাল দিয়ে টাকা ছাড়া মাছ ধরতে পারতনা। ছাত্রআন্দোলনের পর এখন চাঁদামুক্ত হলেও মা ও পোনা মাছ ধরা বন্ধ হচ্ছে না এ ব্যাপারে আমরা ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছি। সাদিপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি শুধাংসু দাস ও সাধারণ সম্পাদক রনজিত দাস বলেন, দীর্ঘদিন প্রভাবশালীর দখলে থাকার পর বর্তমান সরকার ক্ষমতায় আসায় সাদিখাল দখলদালমুক্ত হয়ে আমরা প্রকৃত মৎস্যজীবীরা মাছ ধরতে পারছি। আমরা সমিতির ৭২ জন সদস্য সাদিখালের মৎস্য বিক্রি করে জীবিকা নির্বাহ করছি। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাশ লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30