নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৪ আগষ্ট শনিবার অনলাইনে আবেদিত সকল প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিওর দাবিতে রাজধানীর শাহবাগ থেকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করবে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা।
২০২১ সালে স্বীকৃতি ও এমপিওর দাবিতে টানা ১৪ দিন শাহবাগে অবস্থান করলে তৎকালীন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির আশ্বাসে অবস্থান কর্মসূচি থেকে সরে আসে শিক্ষকরা। কিন্তু নানা অযুহাতে প্রায় ৩ বছর অতিবাহিত হলেও সরকারে পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হয় নি। এমতবস্থায় সারাদেশে প্রায় কয়েক লাখ শারীরিক ভাবে পিছিয়ে থাকা শিশুর ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।
বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতির আহবায়ক আরিফুর রহমান অপু আজকালের বার্তা’কে বলেন, প্রতিবন্ধী বিদ্যালয়ের ভাগ্যের পরিবর্তন করতে হলে এই কর্মসূচিকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে একযোগে সকল শিক্ষক-কর্মচারীকে ঐক্য হয়ে রাজপথেই প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও নিয়ে ঘরে ফিরতে হবে। তাই সকলকে অংশগ্রহণ করার জন্য বিনীত আহবান জানাচ্ছি। আমরা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে চরম মানবতার জীবনযাপন করছি।
এমতবস্থায় আমাদের ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণই পারে প্রতিবন্ধী বিদ্যালয় সমুহের মুক্তি এনে দিতে।
Array