সকালেই সেমিফাইনালে নর্দান টেরিটরিকে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) দল। আশা ছিল আকবর-আফিফরা ফাইনাল জিতে ৯ দলের এই আসরের শিরোপা জিতেই দেশে ফিরবে। তবে সে আশা আর পূরণ হলো না। ফাইনালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে আকবর আলীর দলকে।
রোববার (১৮ আগস্ট) ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স ৩২ রানে হারিয়েছে বাংলাদেশের এইচপি দলকে। প্রথমে ব্যাট করে অ্যাডিলেড ৭ উইকেটে ১৬৯ রান করে। জবাবে এইচপি দল ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান করে। ফলে ৩২ রানে হেরেই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো এইচপি ইউনিটকে।
টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে লক্ষ্য কঠিনই ছিল বলা চলে। জিততে হলে প্রয়োজন ছিল ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ের তবে সেই জায়গাতেই ব্যর্থ ব্যাটাররা। ম্যাচের কোন পর্যায়েই মনে হয়নি বাংলাদেশ জয়ের জন্য খেলছে।
বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য তানজিদ হাসান তামিম ২৯ বলে ৩৫ রান করে। আরেক ওপেনার জিসান আলম ফিরেন ১৮ রান করে। তিনে নামা পারভেজ হোসেন ইমন ৩ রান আর জাতীয় দলের ক্রিকেটার আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ১৮ রান। অধিনায়ক আকবর আলী মারেন ডাক আগের ম্যাচে রান পাওয়া শামীম করতে পারেন মাত্র ৪ রান।
টপ অর্ডারের ব্যর্থতায় পরবর্তী ব্যাটাররা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেননি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অ্যাডিলেডের ইনিংসকে বড় করেন টম ও’কনেল। তার ৫৩ ও শেষ দিকে রায়ান কিংসের ঝোড়ো ৩৫ রানে অ্যাডিলেড কঠিন লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশের দলটিকে। সেই লক্ষ্য তাড়া করতে না পেরে শিরোপার আক্ষেপ নিয়ে দেশে ফিরতে হবে তাদের।
বোলিংয়ে রিপন মন্ডল ৩৭ রানে ২ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা। ১টি করে উইকেট পেয়েছেন রকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বী ও আফিফ।