অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
17th Aug 2024 9:00 pm | অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধি:
১৭/০৮/২৪ সকল প্রকার অন্যায়, জুলুম ও চাঁদাবাজীর বিরুদ্ধে শ্রমিক জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ কে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগ ইউনিয়ন প্রতিনিধি সমাবেশেপ্রধান অতিথি ফজলুর রহমান সাঈদ এ কথা বলেন। শনিবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আসলাম হোসেনের পরিচালনায় ও সভাপতি এ্যাড. মামুনুর রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেদ্রীয় সহ সাধারণ সম্পাদক ও বগুড়া অঞ্চলের পরিচালক অধ্যাপক আব্দুল মতিন, জেলা উপদেষ্টা মাওলানা গোলাম কিবরিয়া । অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সহ: সভাপতি আব্দুল হাদী, শহিদুল ইসলাম পাটোয়ারী, সদর উপজেলা সভাপতি গোলাম রব্বানী, পৌর সভাপতি আমিমুল এহসান আমান,পাঁচবিবি উপজেলা সভাপতি আলতাফ হোসেন, কালাই উপজেলা সভাপতি মনতাহার হোসেন,আক্কেলপুর উপজেলা সভাপতি হারুনুর রশিদসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
রাকিবুল হাসান রাকিব জয়পুরহাট