স্যাংশন রেজিমের মধ্যে রাশিয়াকে যতটুকু সহায়তা করা যায়, বাংলাদেশ তা করতে রাজি আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাতে এলে এই বার্তা দেয় ঢাকা।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সময় রাশিয়া বিরাট সহায়তা দিয়েছে। মস্কো যদি বাংলাদেশের পক্ষে ৩টি ভেটো না দিত তাহলে ইতিহাস অন্য রকম হতো। কাজেই সেই কৃতজ্ঞতা বাংলাদেশের আছে। মস্কোর অবদান নিয়ে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ তাদের শ্রদ্ধা করে, বন্ধু মনে করে।
তিনি বলেন, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে, কাজেই আমাদের যেটা করতে হবে, সেটা হলো স্যাংশন রেজিমের ভেতর দিয়ে রাশিয়াকে আমরা যেটুকু সহায়তা করতে পারি, সেটুকু করব। আমাদের নিরাপদ পথে চলতে হবে, আমরা এটা করতে পারি।
এদিকে ড. ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে শান্তি-সমৃদ্ধি ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ব্রিটিশ সরকার আপনাকে সহায়তা করতে চায়।
দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কিয়ার স্টারমার বলেন, জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্ক এবং কমনওয়েলথ মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে এ দৃঢ় স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে।
Array