জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সাদেকা হালিম সহ সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি ও রেজিস্ট্রার পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয় পরিচালনা কাজ অব্যাহত রাখতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগ দিয়েছে কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড.হুমায়ূন কবির চৌধুরী। নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত রেজিস্টারের দায়িত্ব পালন করার শর্তে ডেপুটি রেজিস্ট্রার কে নিয়োগ দিয়েছে কোষাধ্যক্ষ অধ্যাপক ড.হুমায়ূন কবির চৌধুরী। সিন্ডিকেট মিটিং ছাড়াই একক ভাবে রেজিস্ট্রার নিয়োগ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছে কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ূন কবির চৌধুরী।উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হামিদ স্বাক্ষরিত গত ১৪ই আগস্ট ও আজকে ১৫ আগস্ট দুইটি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। প্রেস বিজ্ঞপ্তিতেও দেখা মেলে নানা অসঙ্গতি,কোথাও উল্লেখ আছে কোষাধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে কিন্তু রেজিস্টার নিয়োগের এক্তিয়ার রাখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিন্ডিকেট সভার মাধ্যমে। কিন্তু কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ূন কবির চৌধুরী কোনো সিন্ডিকেট সভা ছাড়াই নিয়োগ দিয়েছি রেজিস্ট্রারকে বলে জানা যাই।কোষাধক্ষ্য ড.হুমায়ূন কবির চৌধুরী সাথে ফোনে যোগাযোগ করলে উনি কল রিসিভ করেনা।
Array