অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
13th Aug 2024 6:15 pm | অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধি
সকল ধর্মের সকলে মিলে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে সম্প্রীতির পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউসের সামনে গিয়ে শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান। হিন্দু সম্প্রদায়ের নেতা রিপন দাশ ও নরেশ কুমার শর্মা তারা বলেন, আমাদের এখানে কোন সম্প্রদায়ের সহিংসতার ঘটনা ঘটেনি।যা শোনা যাচ্ছে তা ষড়যন্ত্র এবং গুজব। আমরা হিন্দু সম্প্রদায়ের লোক নিরাপদে ও শান্তিতে আছি। বিএনপির মতো এত বড় দল আমাদের সাথে আছে এই জন্য আমরা শান্তিতে বসবাস করছি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবির, পাঁচবিবি থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, ক্ষেতলাল থানা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, আক্কেলপুর থানা বিএনপির আহবায়ক কামরুজ্জামান কমল, কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম ফকির, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাকিবুল হাসান রাকিব
জয়পুরহাট