মোহাম্মদ উল্লাহ সোহেল, ইউরোপ ব্যুরো প্রধান : ইতালির পাদোভায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের তত্ত্বাবধানেএবং বাংলাদেশ এসোসিয়েশন ও বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টার এর সার্বিক সহযোগিতায় দুই দিনব্যাপী ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদান করা হয়েছে। মিলান কনসুলেট জেনারেল কনসাল এম জে এইচ জাভেদ এর নেতৃত্বে প্রতিনিধি দল শনি ও রবিবার এ সেবা প্রদান করেন।
কনসুলেট সেবা নিতে পাদোভায় বিভিন্ন প্রভিন্স থেকে ছুটে আসেন অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা।
প্রবাসীরা নতুন পাসপোর্টের আবেদন, পাসপোর্ট নবায়ন, সার্টিফিকেট প্রধান সহ যাবতীয় কনস্যুলেট সেবা গ্রহণ করেন।
মিনান কনসুলেট জেনারেলের কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ বলেন, এখানে নেতৃবৃন্দগন স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাহায্য করেছেন বক্তব্যের প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানান। এবং বলেন তারা যদি সাহায্য না করতো তাহলে এতো সেবা দেওয়া সম্ভব হতো না। দুই দিনে আমরা প্রায় দেড় হাজার মানুষ কে সেবা দিয়েছি। এবং মানুষের বিভিন্ন ধরনের সমস্যা সেগুলি সমাধানের লক্ষ্যে পরামর্শ দিয়েছি। এবং তারা বলেছে যে এপয়েন্টমেন্ট পেতে ভোগান্তির শিকার হয়, আমরা আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করছি ভবিষ্যতের সমস্যা থাকবে না বলে আশ্বস্ত করেন। এবং তারা খুব ধৈর্য সহকারে সেবাটি নিয়েছে। সেবা দিতে পেরে আমরা খুবই আনন্দিত।
সেবা গ্রহণকারীরা বলেন আমরা এখানে সেবা পেয়ে ধন্যবাদ জানাই আয়োজক এবং সার্বিক সহযোগিতা যারা করেছেন । কারণ নয়তোবা আমাদেরকে মিলানো যেতে হতো কাজ থেকে ছুটি নিতে হতো তাই এরকম সেবা যেন অন্তত দুই মাস পর পর এখানে দেওয়া হল। তাহলে প্রবাসী বাংলাদেশীরা উপকৃত হবেন।
Array