এস.এম.সোহান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট: আগামীকাল রোববার (৯ জুন) পটুয়াখালী সদর উপজেলা ও দুমকি, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সকাল ৮টায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ আয়োজনে শনিবার (৮ জুন) দুপুর ২টা থেকে কেন্দ্রগুলোতে পাঠানো শুরু হয়েছে নির্বাচনি সরঞ্জাম।
পটুয়াখালীর তিন উপজেলায় ভোটার সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৮১৬ জন। ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। মোট কেন্দ্র রয়েছে ১৬৭টি।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার জানান, সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষ্যে ৩ উপজেলায় ৩৬ জন নির্বাহি ম্যাজিষ্ট্রেট এবং ৩ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাজ করছেন। প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ৩ জনসহ ৫ জন পুলিশ, ৩ অস্ত্রধারীসহ ১৫ জন আনসার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে পর্যাপ্ত সংখ্যক কোষ্টগার্ড,১৪ টিম র্যাব,১০ প্লাটুন বিজিবি ও পুলিশের ২৬ টি স্ট্রাইকিং ফোর্স,৫২ টি মোবাইল টিম কাজ করবে বলে জানান তিনি।
Array