এস.এম.সোহান, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলায় আজ থেকে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার বেলা ১১ টায় সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুর কুতুবুল আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা তৈরী করবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা পরিসদের চেয়ারম্যান এ্যাড. মোঃ হাফিজুর রহমান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বিপি আঃ মন্নানসহ বিভিন্ন শ্রেণী পেমার মানুষ।
এ সময় সদর উপজেলা ভূমি অফিস চত্তরে চারটি স্টলের মাধ্যমে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা প্রদান করা হবে। একই ধরনের কর্মসূচী জেলার ৭ উপজেলায় আয়োজন করা হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।
Array