• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বোয়ালখালীতে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত 

     বার্তা কক্ষ 
    31st May 2024 8:58 pm  |  অনলাইন সংস্করণ

    চট্টগ্রাম প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা ও পৌর আওয়ামী লীগ সভাপতি শফিউল আলম শফিসহ ৫ প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা কৃষকলীগ সভাপতি শফিকুল আলম পেয়েছেন ১৫ শতাংশের কম ভোট।

    বুধবার (২৯ মে) অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়। ফলে নির্বাচনী বিধি অনুসারে প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম ভোট পাওয়ায় হারাতে হবে জামানত। নির্বাচনি বিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ১ লাখ টাকা জমা দিতে হয়। আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৭৫ হাজার টাকা জমা দিতে হয়। নির্বাচনে কোনো নির্বাচনি এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচন কমিশনে জমা দেওয়া অর্থ খোয়াতে হচ্ছে তাদের।

    বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জানা গেছে, বোয়ালখালীতে ভোটার রয়েছেন ২ লাখ ১০ হাজার ৩৬০ জন। এর মধ্যে উপজেলার ৮৬টি কেন্দ্রে ভোট পড়েছে ৮০ হাজার ৬৪২ টি, যা মোট ভোটের ৩৮ দশমিক ৩৪ শতাংশ। বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনের প্রাপ্ত ফলাফলে জানা যায়, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২৫১ ভোট। যা প্রদত্ত ভোটের ১১ দশমিক ৪৭ শতাংশ। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজ (দোয়াত-কলম) প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬০২ ভোট। যা প্রদত্ত ভোটের ১৪ দশমিক ৩৮ শতাংশ। পৌর আওয়ামী লীগ সভাপতি শফিউল আলম শফি (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৬১ ভোট। যা প্রদত্ত ভোটের ৬ দশমিক ৬৪ শতাংশ। দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম (কাপ-পিরিচ) প্রতীকে পেয়েছেন ৮৩৪ ভোট। যা প্রদত্ত ভোটের ১ শতাংশ। চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম নুরুল ইসলাম (টেলিফোন) প্রতীকে পেয়েছেন ৪৭৫ ভোট। যা প্রদত্ত ভোটের ০ দশমিক ৫৮ শতাংশ। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৮০ হাজার ৬৭০ ভোট। প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ প্রার্থী। এর মধ্যে উপজেলা কৃষক লীগ সভাপতি শফিকুল আলম (টিয়া পাখি) প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৪১৫ ভোট। যা প্রদত্ত ভোটের ৬ দশমিক ৭১। এ নির্বাচনে চেয়ারম্যান পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, মোহাম্মদ জাহেদুল হক (হেলিকপ্টার) প্রতীকে ৩০ হাজার ৫৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রবাসী আওয়ামী লীগ নেতা সিআইপি মোহাম্মদ শফিক (আনারস) প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ