জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌর সভার অনলাইন নাগরিক সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পাঁচবিবি পৌর সভার আয়োজনে বুধবার দুপুরে পৌর কার্যালয়ে এসেবার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।
পাচঁবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সবুর আলী, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমিনুল হক বাবুল।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র নুর হোসেন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ, আনিছুর রহমান বাচ্চু, মামুন ফকির, আমজাদ হোসেন, মুনসুর রহমান সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবুর অনলাইনে নাগরিক সনদপত্র প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় মুক্তিযোদ্ধা ও পৌর সভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Array