বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভ্যাল। আগামী ৭ ও ৮ জুন দিনব্যাপী ওই কার্নিভ্যালের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নমূলক সংগঠন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বাউসিসি)। জব ফেয়ারের দ্বিতীয় দিনে স্নাতক সম্পন্নকারীদের সরাসরি কোম্পানিগুলোর স্টলে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ রয়েছে।
ক্যারিয়ার ক্লাব সূত্রে জানা যায়, প্রথম দিনে (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষা, করপোরেট চাকরি, সরকারি চাকরি, নেতৃত্ব ও গুণগত মান উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিতীয় দিনে এসিআই, প্রাণ , স্কয়ার, মেটাল এগ্রো লিমিটেড, কাজী ফার্মস গ্রুপসহ ৪০টির মতো কোম্পানির এবং প্রায় ১০টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্নকারীদের সমন্বয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হবে। এসময় সরাসরি কোম্পানিগুলোর স্টলে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ রয়েছে।
এ বিষয়ে বাউসিসির সাধারণ সম্পাদক শাহেদ জাকির অপি বলেন, ‘বাকৃবিতে দ্বিতীয় বারের মতো কোম্পানি নিয়ে জব ফেয়ার হতে চলেছে। বাকৃবির শিক্ষার্থীসহ প্রায় ১০টি বিশ্ববিদ্যালয়ের স্নাকত ও স্নাতকোত্তরদের নিয়ে এবারের জব মেলাটি অনুষ্ঠিত হবে। গ্রাজুয়েটদের চাকরির ক্ষেত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।’
Array