সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নাটোরের পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় নাটোর জেলার সিংড়া পৌরসভা ও উপজেলার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজার এলাকায়
নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের একটি মাদকবিরোধী অভিযানিক দল
১০মে (শুক্রবার) সকাল থেকে বিকেল পর্যন্ত গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন,
১।মোঃ তোফাজ্জল হোসেন তোফা (৩৭)পিতা মৃত মহির প্রাং, সাং – বিনগ্রাম উত্তর পাড়া।
২। মোঃ এনামুল হক আকমাম (৫৩)পিতা মৃত আঃ জব্বার,সাং-দূর্গাপুর, উভয়ের থানা সিংড়া জেলা নাটোর।
নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর প্রক্রিয়াধীন।
Array