• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা 

     বার্তা কক্ষ 
    09th May 2024 5:19 am  |  অনলাইন সংস্করণ

    শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ৮মে উপজেলা পরিষদ নির্বাচন তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার মোট ৩৮টি ভোট কেন্দ্রের ২৪৪টি ভোট কক্ষে ভোট গ্রহণ চলে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী মাঠে অবস্থান করে। ভোলাহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৬হাজার ২২৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪২ হাজার ৫১৭ মহিলা ৪৩হাজার ৭১২জন।

    চেয়ারম্যান পদে মোট প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৬৪ জন তার মধ্যে বৈধ ভোট প্রদান করেছে ৩৫ হাজার ৮’শ ৫৪ জন। প্রদত্ত ভোটে চিংড়ি মাছ প্রতীকের বিএনপির বহিস্কৃত উপজেলা সহ-সভাপতি মোঃ আনারুল ইসলাম ১৩ হাজার ৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাপ পিরিচ প্রতীকের মোঃ আব্দুল খালেক পেয়েছেন ১০ হাজার ৬’শ ৬৬ ভোট।

    ভাইস চেয়ারম্যান মোট প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৬৪ জন। তার মধ্যে বৈধ ভোট প্রদান করেছে ৩৫ হাজার ৪’শ ২১ জন। ভাইস চেয়ারম্যান পদে বহিস্কৃত বিএনপি নেতা মোঃ কামাল উদ্দিন চশমা প্রতীকে ১৫ হাজার ৭’শ ৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ তালা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৫’শ ৮৯ ভোট।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৬৪ জন। তার মধ্যে বৈধ ভোট প্রদান করেন ৩৫ হাজার ২’শ ২৭ জন। মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে উপজেলা মহিলা যুলীগের সাধারণ সম্পাদক মোসাঃ শাহাজাদী বিশ্বাস ২১ হাজার ৫’শ ৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত নেত্রী মোসাঃ রেশমাতুল আরশ পেয়েছেন ১৩ হাজার ৬’শ ৪৪ ভোট।

    শান্তিপূর্ণ সুষ্ঠ ভোট গ্রহণ সম্পন্ন হলেও ভোটার উপস্থিতি ছিল কম। এদিকে পাঁচটিকরি আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে কাপ পিরিচ ও চিংড়ি প্রতীকের কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে চিংড়ি প্রতীকের আজম আলী নামের এক কর্মী আহত হয়। এ ঘটনায় চিংড়ি মাছ প্রতীকের এক কর্মী তোতাকে গ্রেফতার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    ভোলাহাট থানার ওসি সুমন কুমার বলেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। যার কারণে ভোট গ্রহণ সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

    উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহাজাহান মানিক বললেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ