শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ-মহিলা) দুই প্রতিবেশী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন মো. কামাল উদ্দিন ও মোসা. শাহজাদী বিশ্বাস। ভোলাহাট ইউনিয়নের ঝাউবোনা গ্রামে পাশাপাশি তাঁদের বাড়ি।
ভাইস চেয়ারম্যান পদে সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক মো. কামাল উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি চশমা প্রতীকে ১৫ হাজার ৭৮৫ ভোট পয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বহিস্কৃত উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ তালা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৫’শ ৮৯ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে উপজেলা মহিলা যুলীগের সাধারণ সম্পাদক মোসাঃ শাহাজাদী বিশ্বাস ২১ হাজার ৫৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য বহিস্কৃত বিএনপির নেত্রী মোসাঃ রেশমাতুল আরশ রেখা পেয়েছেন ১৩ হাজার ৬’শ ৪৪ ভোট। বুধবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাজাহান মানিক এ ফল ঘোষণা করেন।
Array