• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জবিতে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় এড-মেকিং কম্পিটিশন 

     বার্তা কক্ষ 
    03rd May 2024 4:44 pm  |  অনলাইন সংস্করণ

    জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের, কর্তৃক আয়োজন করা হয়েছে “AdVolution” হেডলাইনে আন্তঃ বিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন।এটি একটি আন্তঃবিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিজ্ঞাপন তৈরি প্রতিযোগিতা।

    প্রতিযোগিটির রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৩রা মে ২০২৪,রোজ শুক্রবার এবং রেজিস্ট্রেশন এর শেষ সময় ১৮ই মে ২০২৪, রোজ শনিবার। উক্ত প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত থাকছে IFIC BANK।

    প্রতি টিমে মেম্বার থাকবে ৩ থেকে ৫ জন। প্রতি টিম রেজিস্ট্রেশন এর জন্য ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে ১ম বিজয়ী দল পাবেন ১০,০০০ টাকা, ২য় বিজয়ী দল পাবেন ৬,০০০ টাকা এবং ৩য় বিজয়ী দল পাবেন ৪,০০০ টাকা নগদ উপহার।

    প্রতিযোগিতা’টি ২টি রাউন্ডে বিভক্ত।প্রথম রাউন্ডে অংশগ্রহণকারীদের কে একটা বিজনেস কেস দেয়া হবে যা প্রতিটি টিম সলভ করতে হবে।
    দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের একটি বিষয়ের উপর OVC তৈরি করতে দেওয়া হবে।

    এ বিষয়ে জানতে চাইলে মার্কেটিং ক্লাবের সভাপতি রাশেদ আহমেদ বলেন, মার্কেটিং ক্লাব, জবি এর ইতিহাসে প্রথম বারের এরকম একটা মেগা ইভেন্ট ( বিজ্ঞাপন মেকিং) আয়োজন করতে যাচ্ছে যেটা নিয়ে সাধারণ শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত। কারণ তাদের প্রত্যাশার কথা মাথায় রেখেই ক্লাবের পক্ষ থেকে এত বড় ইভেন্টের আয়োজন করা। আমাদের এই যাত্রায় আমরা সাথে টআইটেল স্পন্সর পেয়েছি “আইএফআইসি” ব্যাংক পিএলসি কে। এই প্রতিযোগিতাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে যেখানে তারা তাদের সুপ্ত প্রতিভা কে সৃজনশীল মনন ও মেধা দ্বারা বিকশিত করতে পারবে বলে আমার বিশ্বাস। আমি ব্যক্তিগত ভাবে আমাদের এই বহুল প্রতিক্ষিত ইভেন্টের জন্য শুভকামনা জানাচ্ছি।

    এবং মার্কেটিং ক্লাবের সাধারণ সম্পাদক উম্মে আয়মান বলেন,মার্কেটিং ক্লাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই প্রথমবারের মতো এড মেকিং কম্পিটিশন আয়োজন করতে যাচ্ছি। যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও সকল ব্যাচ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগীরা তাদের সৃজনশীলতা ও ভিন্নধর্মী ভাবনা তুলে ধরতে সক্ষম হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ