চলতি আইপিএলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি হার্দিক পান্ডিয়া। তারপরও কেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের সহ-অধিনায়ক করা হল হার্দিককে? এই প্রশ্নই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। এবার এই বিষয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকার।
হার্দিক ফিট থাকলে যা করতে পারেন তার কোনও বিকল্প হয় না বলে মনে করেন ভারতের প্রধান নির্বাচক। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই তার অবদান থাকে। বিশেষ করে তার মিডিয়াম পেস ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বেশ কার্যকরী হতে পারে। এসব দিক বিবেচনা করেই তাকে দলে রাখা হয়েছে।
হার্দিককে নিয়ে আগরকার বলেন, ‘সহ-অধিনায়কত্ব নিয়ে কোনও আলোচনা হয়নি। তিনি এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সবগুলো ম্যাচ খেলেছেন। এক মাস পরই প্রথম ম্যাচ খেলতে হবে। যদি তিনি ফিট থাকেন, তাহলে তিনি যা করতে পারেন তার বিকল্প নেই।’
‘ইনজুরি কাটিয়ে দীর্ঘ দিন পর দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া। আমরা আশা করি তিনি এটি নিয়ে কাজ করছেন। বোলিং করার সময় তিনি রোহিতকে অনেক বিকল্প এবং ভারসাম্য দিতে পারেন।’-যোগ করেন তিনি।
আইপিএলের আগে গোড়ালির চোট থেকে সেরে উঠেছেন হার্দিক। রোহিতের জায়গায় তাকে মুম্বাইয়ের অধিনায়ক করা নিয়ে ভক্তদের মধ্যেও ক্ষোভ রয়েছে। রোহিত শর্মা বলেন, ‘আইপিএলের পারফরম্যান্স দল নির্বাচনে কোনও প্রভাব ফেলেনি।’
Array