বান্দরবান প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহের পর বান্দরবানের জনজীবনে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। গতকাল বুধবার (১ মে) রাত ২টা থেকে বান্দরবান জেলা সদরে ঝড়ো হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে।
এছাড়া বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টায় ১০ মিনিটের জন্য আবারও বৃষ্টির দেখা পান নগরবাসী। বর্তমানে রোদের তেজ অনেকটা কম থাকায় সবার মাঝে স্বস্তি বিরাজ করছে।
তবে দমকা হাওয়ার কারণে সদরে লোডশেডিংয়ের পরিমাণ বৃদ্ধি পায়। পৌরসভা এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে প্রবল বাতাস ও বৃষ্টির সময় বিদ্যুৎ ছিল না।
বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানা, গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া আজ সারাদিন জেলা সদরসহ উপজেলাগুলোতে কালবৈশাখীর ঝড়ো হওয়াসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যা আগামী কয়েকদিন অব্যাহত থাাকবে।
Array