শরীয়তপুর প্রতিনিধি: মানবতার সেবায় এক ধাপ এগিয়ে উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশন (UGF) সর্বদা কথাকে কাজে রুপান্তরে বিশ্বাসী।
গত ১লা মার্চ অনুষ্ঠিতব্য চক্ষু শিবির থেকে প্রাপ্ত ছানি রোগীদের অপারেশনের ঘোষনা দিয়েছিলো সংগঠনটি। তারই ধারাবাহিকতায় আজ ২৮ এপ্রিল প্রথম পর্ব ছানি অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বন্ধু উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায়, GSB,USA এর আর্থিক সহায়তায় বিনামূল্যে ৩২ জন অসহায় দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন এ-র ব্যবস্থা নেয়া হয়।অভিজ্ঞ চক্ষু চিকিৎসকগণ মুস্তাফিজ গ্লুকোমা রিচার্স এন্ড চক্ষু হাসপাতালে এসকল দরিদ্র রোগীদের বিনামুল্যে হত দরিদ্র,সুবিধা বঞ্চিত এসব রোগীদের ছানি অপারেশন কার্যক্রম সম্পাদন করে।
উদ্ভাসিত গোসাইরহাট ফাউন্ডেশনের সহসভাপতি জাহান পন্না কিমি বলেন, ‘ এ সংগঠনের জন্মই হয়েছে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার জন্য।
তারা জাতির ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের মানবিক কাজ গুলো চলমান থাকবে।
আমাদের সেবা দিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে যাবো ইনশাআল্লাহ।’
উদ্ভাসিত গোসাইর হাট ফাউন্ডেশনের অগ্রবর্তী কর্নধারগন এই কার্যক্রমে বরাবরের মতো সংগঠনের সকলের আন্তরিক সহযোগিতা প্রার্থণা করেছেন।
উল্লেখ্য যে,পর্যায়ক্রমিক ভাবে বাকী রোগীদেরকেও এই কার্যক্রমের আওতাভুক্ত করা হবে বলে পুনরায় স্বদিচ্ছা ব্যক্ত করেছেন সংগঠনটির সেবকগন।
উক্ত অনুষ্ঠানে UGF এর সদস্যবৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন জনাব মনোয়ার হোসেন পাঠান, সভাপতি, বন্ধু উন্নয়ন সংস্থা। সেবা খোরশেদ, সহ সভাপতি বন্ধু উন্নয়ন সংস্থা ,জনাব এম, এ ওয়াদুদ, নির্বাহী পরিচালক,বন্ধু উন্নয়ন সংস্থা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজু আহমেদ ও মহিদুল ইসলাম।
Array