বাকৃবি প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৪ পালিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ । র্যালিটি ভেটেরিনারি অনুষদ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্ত্বর প্রদক্ষিণ করে ভেটেরিনারি অনুষদের তিন নং ভবনের সামনের মাঠে গিয়ে শেষ হয়। পরে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. এমদাদুল হক চৌধুরী, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আউয়াল, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশিদসহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় বাকৃবি উপাচার্য বলেন, পুরো বিশ্বই ওয়ান হেলথ বাস্তবায়ন করতে চাচ্ছে। ওয়ান হেলথের তিনটি বিষয় রয়েছে। মানব স্বাস্থ্য, প্রাণি স্বাস্থ্য ও পরিবেশ। মানব স্বাস্থ্য রক্ষা করতে পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ ভালো রাখতে হলে প্রাণির স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। তাই পরিবেশ ভালো না হলে মানব স্বাস্থ্যও ভালো হবে না। তাই ভেটেরিনারিয়ানদের সর্বদা প্রাণিসম্পদ রক্ষায় সচেষ্ট থাকতে হবে।
Array