বার্তা কক্ষ
27th Apr 2024 3:47 pm | অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধিঃ চলমান তীব্র তাপদাহের কারণে প্রচণ্ড গরম আবওহাওয়া প্রবাহিত হচ্ছে। এর ফলে মানব ও প্রাণিকুলের চলাচলে জীবন অতিষ্ট হয়ে পরেছে। তাপদাহ থেকে রক্ষা পেতে জয়পুরহাটে বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে প্রায় ঘণ্টাব্যাপী বিশেষ মোনাজাত করা হয়।
শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
নামাজ ও মোনাজাত পরিচালনা করেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবুল কালাম মোহাম্মদ শরিফ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুল মতিন, সভাপতি হাফেজ মাওলানা মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমীন প্রমুখ।
Array