- আল জাবের, আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে তীব্র দাবদাহে অতিষ্ট সাধারণ মানুষ। গত তিনদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে ৩৯, ৪০ ও ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রচণ্ড গরমে গলছে রস্তার পিচ। সেই সঙ্গে নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর ও সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধসহ সকল বয়েসী মানুষ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা এগারোটা থেকে আমরা আমতলীবাসী’ একটি স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে তাপদাহে ওষ্ঠাগত বাসযাত্রী, খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের মাঝে ফ্রি বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। এ ছাড়া শহরের একে স্কুল চৌরাস্তা, ঈদগাহ ও আল হেলাল মোর এলাকায় আমরা আমতলীবাসী সংগঠনের উদ্যোগ ফ্রি বিশুদ্ধ ঠান্ডা পানি খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।
এখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আল জাবের, সাংবাদিক কাওছার মাদবার, শিউলি মালা, সংগঠনের দপ্তর সম্পাদক ইমরান হোসাইন, আমতলী ইউনিয়ন কমিটি সাবের হোসেন বাপ্পি, পৌরসভা কমিটির আহ্বায়ক সুমাইয়া শিলা, চাওড়া ইউনিয়নের আহ্বায়ক মুশফিক সদস্য সচিব মানজিলা আক্তার, সাজিদ ইসলাম রাব্বি, পলি আক্তার, তামান্না, বেল্লাল হোসেন।
আমরা আমতলীবাসী সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে মোঃ আল জাবের সঞ্চালনায় প্রচণ্ড গরমে রিক্সা চালক, শ্রমজীবী ও সাধারন মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি, শরবত ও স্যালাইন বিতরণ করতে পেরে খুশি বাস সংগঠনের সদস্যবৃন্দরা।
আমরা আমতলীবাসী সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, গত তিনদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে আমতলী। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। আমরা প্রায় ৫ শত পথচারী, খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের একটু স্বস্তি দিতে বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। তাপদাহ যতদিন অভ্যাহত থাকবে আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে।
সংগঠনের সাধারণ আল জাবের বলেন, আমরা আমতলীবাসী একটি স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যদের উদ্যোগে তাপদাহে ওষ্ঠাগত বাসযাত্রী, খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের মাঝে ফ্রি বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে।
Array