বার্তা কক্ষ
14th Apr 2024 3:54 am | অনলাইন সংস্করণ
- আল আমিন, সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় পানিতে ডুবে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর মন্ডল পাড়ায় গ্রামে এ ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। নিহত নাম সুমাইয়া (৫) পিতা: রায়হান, সুরাইয়া (৫) পিতা: ফারুক ।
স্থানীয়রা বাচ্চা দুটি কে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
জানা যায়, ঈদে নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে খেলতে বের হয়। তারপর থেকে দুজনকে না পাওয়া গেলে নিহতের পরিবার খোঁজাখুঁজি করতে থাকে। পরে মন্ডল পাড়া গোরস্থানের পাশে একটি পুকুরে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে।
সিংড়া থানার ওসি আবুল কালাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান একরামুল হক শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।
Array