- দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু করা ও বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়াসহ নানা দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে কলেজ শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মানবন্ধনে দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি উমর ফারুক বাহাদুর
বলেন, ‘বুয়েটে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী, জামায়াত ও শিবিরের বৃহৎ অ্যাজেন্ডা বাস্তবায়ন করতেই অপরাজনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। কারণ বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ হলে পাকিস্তানি পক্ষের শক্তি কায়েম করতে সুবিধা হবে। তবে তাদের এই অসৎ উদ্দেশ্য রুখে দিতে হবে। দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতার বিপক্ষের দোসররা ঠাঁই পাবে না। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর সরকারি কলেজ শাখা সাধারণ সম্পাদক
সামসাদ সাইফ রোহান।
এর আগে গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু ও শিক্ষার্থী ইমতিয়াজ রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়াসহ নানা দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
Array