বার্তা কক্ষ
01st Apr 2024 8:04 pm | অনলাইন সংস্করণ
- জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি থেকে ৩টি ওয়ান শুটারগান আগ্নেয়াস্ত্রসহ ইলিয়াস আলী (৪০) নাম এক জনক আটক করছ র্যাব ৫ এর সদস্যরা। আটককৃত ইলিয়াস একই উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত: আছির উদ্দিনের ছেলে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় জয়পুরহাট র্যাব ৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
রর্যাব ৫ এর কোম্পানি কমান্ডার মেজর শেখ সাদিক জানান, আজ ভোর রাতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা তাকে পাঁচবিবি উপজেলার একটি বাড়ি থেকে আটক করেছেন। আটকৃত ইলিয়াস একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারী উল্লেখ করে তিনি বলেন, র্যাবের গোয়েন্দা দল ইলিয়াসের গতিবিধি পর্যবেক্ষণ করে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওই ৩টি আগ্নেয়াস্ত্রসহ আটক করে। পরবর্তীত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইলিয়াসক পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি ।
Array