- এম.মোরছালিন,বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রেসক্লাবে আটকে রেখে মারধরে নিহত সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা মামলায় আরো দুই আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার, (২৫ মার্চ) বরগুনা মূখ্য বিচারিক হাকিম আদালতে মামলার আরো দুই আসামী হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারী বরগুনা প্রেসক্লাবে আটকে রেখে মারধরের পর ২ মার্চ চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক তালুকদার মাসউদ। তিনি দৈনিক ভোরের ডাক নামের একটি পত্রিকার বরগুনা প্রতিনিধি ও নলটোনা ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন। এ ঘটনায় ৪ মার্চ তালুকদার মাসউদের স্ত্রী সাজেদা বাদি হয়ে বরগুনা সদর থানায় ১৩ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১২জনকে আসামী করে মামলা রুজু করেন। আসামীদের মধ্যে সোহেল হাফিজ এনটিভি, সাইফুল ইসলাম মিরাজ সময় টিভি, ফেরদৌস খান ইমন যমুনা টিভি, মালেক মিঠু ডিবিসি নিউজ, জাহিদুল ইসলাম মেহেদি বাংলা নিউজ, ওয়ালি উল্লাহ ইমরান দৈনিক আজকের দর্পন,ছগীর হোসেন টিটু গনজাগরণ ও কাশেম হাওলাদার অনলাইন পোর্টল সংবাদ প্রকাশের বরগুনা প্রতিনিধি হিসেবে কর্মরত।
মামলার বাদি ও নিহতের স্ত্রী সাজেদা বলেন, মামলার এতো দিন পার হয়ে গেলেও কোনো আসামী গ্রেফার করতে পারেনি পুলিশ। এমনকি তাদের প্রেসক্লাবের সদস্যপদ ও মিডিয়া থেকেও বহিষ্কার করা হয়নি। আমি ন্যায় বিচার নিয়ে শঙ্কিত। এমনিতেই আসামীদের সহযোগীরা মামলাটি বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। আমাকে চাপ প্রয়োগ করে আসছে। বাকি আসামীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের দাবি জানাই।
Array