খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র মাহে রমজান- ২০২৪” উপলক্ষ্যে আগামী ২৬ মার্চে আবাসিক – অনাবাসিক সকল শিক্ষার্থীদের জন্য ইফতার ও প্রীতিভোজের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় হলগুলো।
শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতার ও প্রীতিভোজের আয়োজন করার ঘোষণা দিলে, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দাবি জানায় যে আগামী ২৬ মার্চের আয়োজন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিবস গুলোতে আয়োজিত সকল প্রীতিভোজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আয়োজন করতে হবে।
এর পরিপ্রেক্ষিতে আজ বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিল কমিটি ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সেখানে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রাথমিকভাবে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করেন।
পরে শিক্ষার্থীরা প্রভোস্ট কাউন্সিলের বরাবর একটি আবেদনপত্র জমা দেয়। আবেদনে সাধারণ শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিবস গুলোতে আয়োজিত সকল প্রীতিভোজ ও ইফতার শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়, এতে শিক্ষার্থীদের মাঝে বৈষম্য তৈরি হচ্ছে, তাই বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের মতামত অনুযায়ী আগামী ২৬শে মার্চের প্রীতিভোজ সহ বিশেষ দিবসে আয়োজিত প্রীতিভোজ গুলো যেন বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে বৈষম্য দূর হওয়ার মাধ্যমে সম্প্রীতি বৃদ্ধি পাবে।
ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান রিয়াদ বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা সবাই একসাথে হলে থাকার সুযোগ পাই না তাই আবাসিক শিক্ষার্থী এবং অনাবাসীক শিক্ষার্থীদের মধ্যে একটা বৈষম্য থেকেই যায় কিন্তু বিশেষ দিবস গুলোতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বছরে যে দুই-তিনটা ভালো খাবারের আয়োজন করা হয় সেখানেও সব সময় তারা অধিকার পায় না। তবে আমরা আনন্দিত যে আমাদের দাবি অনুযায়ী এবারের প্রীতিভোজে সকল শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. রামেশ্বর দেবনাথ বলেন, আগামী ২৬ মার্চের প্রীতিভোজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের অনুরোধ করব তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে কুপন সংগ্রহ করে, তাহলে আমাদের জন্য আয়োজন করা সহজ হবে।
Array