আল জাবের, আমতলী প্রতিনিধি: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন- ৩১৪ (বরগুনা) নব-নির্বাচিত সংসদ সদস্য প্রভাষক ফারজানা সুমি’র বরগুনা জেলার আমতলী উপজেলায় আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মার্চ) বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতা প্রভাষক ইফতেকার রসুল তপন প্যাদার সভাপতিত্বে সংবর্ধনা ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসন- ৩১৪ (বরগুনা) নব-নির্বাচিতসংসদ সদস্য প্রভাষক ফারজানা সুমি।
আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান, বরগুনা জেলা কৃষক লীগের সভাপতি ও ঢলুয়া ইউপি চেয়ারম্যান আজিজুল হক স্বপন, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিববুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামানবাদল খান, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, অ্যাডঃ এইচএম মনিরুল ইসলাম মনি।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম মৃধা, বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ আবুল কালাম সামসুদ্দিন সানু, সাবেক যুবলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খান বরগুনা জেলা যুবলীগের সহসভাপতি এলমান আহমেদ তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাডঃ আরিফুল হাসান আরিফ, শাহিনুর তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ান, যুবলীগ নেতা সৈয়দ নাজমুল, ফাহাদ ও পপিন প্রমুখ।
সুধি সমাবেশ শেষে নব-নির্বাচিতসংসদ সদস্য প্রভাষক ফারজানা সুমি তার মরহুম নানা আতাহার উদ্দিন প্যাদার কবর জিয়ারত করতে তার গ্রামের বাড়ী সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে যান। সেখানে কবর জিয়ারত শেষে বিকেল ৩টায় সদর ইউনিয়নের মানিকঝুড়িবাসষ্ট্যান্ডে নাগরিক সমাবেশে যোগ দেন। সেখানে স্থাণীয় আওয়ামী লীগ ও সুধিজনরা বক্তব্য রাখেন।
Array