আবু সৈয়দ (সাঈদ) বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) বৃহত্তর চট্টগ্রাম ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের তানভীরুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে এআইএস বিভাগের আবরার শাহরিয়ার মনোনীত হয়েছেন।
শনিবার (১৬ ই মার্চ) ইফতার মাহফিলের পর সমিতির উপদেষ্টা অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল উদ্দিন সমিতির নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
সমিতির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি মুফিজুর রহমান ও পণে বিকাশ ত্রিপুরা; যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও সৈয়দ তাহমিদ তৌসিফ ;সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ; কোষাধ্যক্ষ মোহাম্মদ আনাস;দপ্তর সম্পাদক জুবায়ের বিন হারুন , প্রচার সম্পাদক আবু সৈয়দ (সাঈদ) ; সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ ইরফান ; ত্রাণ বিষয়ক সম্পাদক তাইবুর রহমান ; ক্রীড়া সম্পাদক শোয়াইবুল ইসলাম ;সহকারী ক্রীড়া সম্পাদক মোজাম্মেল হক;ছাত্রী বিষয়ক সম্পাদক তানিয়া চৌধুরী ;সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিজা চাকমা;কার্যকারী সদস্য -বারেক হোসেন, হানিফ,কায়েম উদ্দিন, রায়হান প্রমূখ।
নবনির্বাচিত সভাপতি তানভীরুল হক বলেন, বৃহত্তর চট্টগ্রাম ছাত্র কল্যাণ সমিতির বেরোবিতে অন্যতম একটি সংগঠন। সম্মানিত উপদেষ্টা মন্ডলীর নির্দেশনা এবং আমাদের ছোট বড় ভাই বোনদের নিয়ে এগিয়ে যাবে প্রাণের সংগঠন। অন্যান্য জেলা সমিতির তুলনায় আমাদের জেলা সমিতিকে ইউনিক করে গড়ে তুলবো।
সাধারণ সম্পাদক বলেন, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো এবং সবাই একসাথে মিলে মিশে কাজ করার মাধ্যমে আমাদের জেলা সমিতিকে এগিয়ে নিয়ে যাব।
Array