বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের(বিএইউসিসি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এবারও সভাপতি হয়েছেন অধ্যাপক মো. নাসির উদ্দিন , সাধারণ সম্পাদক হয়েছেন শাহেদ জাকির অপি।
রবিবার (১০ মার্চ) আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৫ সালের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচিত সভাপতি অধ্যাপক মো. নাসির উদ্দিন কৃষি প্রকৌশল অনুষদের অধ্যাপক এবং সাধারণ সম্পাদক শাহেদ জাকির অপি ভেটেরিনারি অনুষদের ৫৮তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ড. বাপন দে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান খান দায়িত্ব হস্তান্তর এবং নতুন কমিটির অনুমোদন দেন।
এসময় তারা নতুন কমিটির দ্বারা ক্লাবের সাফল্য ধরে রাখার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
নির্বাচিত সহ-সভাপতিদের মধ্যে রয়েছেন ড. বাপন দে, ড. মো. নাহিদ সাত্তার, ড. মো. মাহমুদুল হাসান শিকদার এবং আর. এ. জুইস। এছাড়া অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. নয়ন, সৌভিক কুমার ঘোষ, অর্পিতা রাণী রয় এবং তামান্না আফরিন তমা , সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আল ফায়েদ শামা অপি এবং হাসান জুবায়ের, কোষাধ্যক্ষ পদে রয়েছেন মালিহা রহমান।
বিএইউসিসির বর্তমান নির্বাচিত সভাপতি অধ্যাপক মো. নাসির উদ্দিন বলেন, সভাপতি হিসেবে আমার প্রতি আস্থা রাখায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ক্যারিয়ার ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে একুশ শতকের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাবো। এছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাকৃবির শিক্ষার্থীরা যেন পরিপূর্ন দক্ষতা অর্জন করে সে দক্ষতাকে কাজে লাগিয়ে প্রতিযোগিতামূলক ক্যারিয়ার এর বাজারে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারে সে লক্ষ্যেই কাজ করে যাবো।
Array