জবি প্রতিনিধি: ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। ‘নারীর বিকাশ, নারীর জয় ছড়িয়ে পড়ুক বিশ্বময় স্লোগানকে সামনে রেখে ঐতিহাসিক ৭ মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ-এর তাৎপর্য তুলে ধরে এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের আয়োজনে রাজধানীর শেরাটন হোটেলে স্বপ্নজয়ী নারী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী ডা. দীপু মনি (এমপি)।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এবং ব্যারিষ্টার সুমাইয়া আজীজ।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে দেশ বিদেশে কর্মরত প্রায় পাঁচশত বাংলাদেশি নারী উদ্যোক্তা পেশাজীবী অংশ নেন এবং ২০জন নারী স্বপ্নজয়ী সম্মাননা পান।
Array