‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তের সঙ্গে আদিল দুরানির বিয়ে হয় ২০২২ এ। গত বছরের (২০২৩) শুরুর দিকে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। রাখির পরে এবার ‘বিগ বস ১২’র প্রাক্তন প্রতিযোগী সোমি খানকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন আদিল খান দুরানি।
বিয়ে করে ফের শিরোনামে এলেন রাখির প্রাক্তন স্বামী। সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে আদিল লেখেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ঈশ্বরের কৃপায় আমরা একটি সাধারণ ও সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নিকাহ সম্পন্ন করেছি।’
তিনি আরও লেখেন, ‘আমরা এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞ এবং আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের থেকে পাওয়া ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ।’
‘আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে আমাদের নতুন যাত্রা শুরু করতে উৎসুক। আমাদের সুখী বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করবেন।’
এদিনের পোস্টে আদিল খান দুরানি ও সোমি আদিল খানের নামের নিচে তারিখ উল্লেখ করা হয় ৩ মার্চ ২০২৪। অর্থাৎ বিয়ে হয়েছে গত রোববার। সোমি খান ‘বিগ বস ১২’র অংশ নিয়েছিলেন প্রতিযোগী হিসেবে। সঙ্গে ছিলেন তার বোন সাবা খান।
২০২২ সালে আদিল খান দুরানি ও রাখি সাওয়ান্তের বিয়ে হয়। প্রথমে সেই খবর গোপন থাকলেও, পরে রাখি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।
Array