বার্তা কক্ষ
06th Mar 2024 5:19 pm | অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর জয়পুরহাট এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন, রাজশাহী বিভাগীয় মুখ্য পাট পরিদর্শক নাদিম হোসেন, চেম্বার অব কমার্সের পরিচালক এম এ করিম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা সামছুল আলম প্রমুখ।
সভায় পাট চাষ বৃদ্ধি এবং পাটের সঠিক মুল্য প্রাপ্তি, পাটের গুনগত মান উন্নয়ন এবং পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা ও পরামর্শ দেয়া হয়।
Array