শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী চাকধ উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
চাকধ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ওহাব বেপারীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নজরুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন।
এসময় এনামুল হক শামীম তাঁর রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।
Array